ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ড. কামাল হোসেনের ওপর হামলার অভিযোগে মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪০, ১৬ ডিসেম্বর ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় ১২ জনকে আসামি করে দারুসসালাম থানায় মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দারুসসালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুজ্জামান।

আজ শনিবার রাত ১২টায় এ মামলা দায়ের করেন ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু।

দারুসসালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুজ্জামান বলেন, মামলায় ১২ জন নামীয় আসামি করা হয়েছে। এছাড়া আরও অজ্ঞাত আসামি রয়েছে। পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

ওসি জানান, মামলার আসামিদের মধ্যে রয়েছেন- দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইসলাম, দারুসসালাম থানা ছাত্রলীগের নাবিল খান, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের বাদল, ১২ নম্বর ওয়ার্ড যুবলীগকর্মী সোহেল, দারুসসালাম থানা ছাত্রলীগের সভাপতি শেখ রাজন, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের জুয়েল ও শেখ ফারুক। এছাড়াও শাহআলী থানা ছাত্রলীগের সভাপতি জাকির, সাধারণ সম্পাদক সৈকত, দফতর সম্পাদক রনি, ছাত্রলীগকর্মী শাওন ও সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম শুভর নাম উল্লেখ করা হয়েছে।


 টিআর/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি