ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের পক্ষে নই: আইনমন্ত্রী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১১, ২১ মে ২০২২ | আপডেট: ২২:১৩, ২১ মে ২০২২

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল সমর্থন করেন না আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার চট্টগ্রামে অধঃস্তন আদালতের মামলাজট নিরসনে করণীয় বিষয়ক এক মতবিনিময় সভায়, এই আইনে দায়ের করা মামলায় গ্রেফতারের আগে পুরো ঘটনাটি খতিয়ে দেখার আহ্বান জানান মন্ত্রী।

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-২০১৮ আইনটি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার ঝড় চলছে। আইনটি বাতিলের দাবিতে সোচ্চার সাংবাদিক সমাজ, মানবাধিকার সংগঠনসহ অনেকে। 

তবে আইনমন্ত্রী বলছেন, তিনি এটি বাতিলের পক্ষে নন। বলেন, সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে, বাক-স্বাধীনতা মৌলিক অধিকার। যেখানে বঙ্গবন্ধু বিষয়টি সংবিধানে সংযোজন করে দিয়ে গেছেন, সেখানে এই সরকার এমন কোনো আইন করতে পারে না, যাতে বাক-স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা ব্যাহত হয়। 

এছাড়াও দেশে বর্তমানে ৪০ লাখ মামলা বিচারাধীন বলে জানান আইনমন্ত্রী। অন্যদিকে, খুলনা, যশোর, ময়মনসিংহ বিভাগের কয়েকজন কর্মকর্তা মামলাজট নিরসনে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

এ সময় চট্টগ্রামের পিপি দেশের সবচেয়ে বড় মাদকের চালান ৪ হাজার কোটি টাকার কোকেন মামলা পরিচালনায় আইনমন্ত্রীর কাছে নিরাপত্তা চান। 

বিচারক নিয়োগ, অবকাঠামো উন্নয়নসহ বেশ কিছু মত তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি