ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

ডিপ্লোম্যাটের প্রচ্ছদে শেখ হাসিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ১৫ সেপ্টেম্বর ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘মাদার অব হিউম্যানিটি’–সংক্রান্ত খবরকে প্রচ্ছদ হিসেবে ব্যবহার করে চলতি সংখ্যার মোড়ক উন্মোচন করেছে নেদারল্যান্ডসের জনপ্রিয় ম্যাগাজিন ডিপ্লোম্যাট। গত বৃহস্পতিবার দ্য হেগের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ প্রচ্ছদ উন্মোচন করা হয়।

কূটনীতিকদের নিয়ে ‘শেখ হাসিনা :মানবতার জননী’ শীর্ষক প্রচ্ছদ প্রতিবেদনসংবলিত সংখ্যার মোড়ক উন্মোচন করেন ম্যাগাজিনটির প্রকাশক মেইলিন ডি লারা এবং নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল।

অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ইরান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, ফিলিস্তিন, ইয়েমেন, মরক্কো, তিউনিসিয়া, অ্যাঙ্গোলা, সুইডেন, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, ইউক্রেন, বসনিয়া-হার্জেগোভিনা, ভ্যাটিকান, কসোভো, ব্রাজিল, কিউবা, পেরু, চিলি, ভেনেজুয়েলা এবং ইকুয়েডরের রাষ্ট্রদূত, রাশিয়ান ফেডারেশন, জর্জিয়া, আর্জেন্টিনা ও আজারবাইজানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্র, কেনিয়া, পোল্যান্ড ও পানামা দূতাবাসের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার খবরকে বেছে নেওয়ার জন্য ডিপ্লোম্যাট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান বাংলাদেশের রাষ্ট্রদূত। এ সময় তিনি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে কীভাবে মাদার অব হিউম্যানিটি হিসেবে পরিচিতি লাভ করেছেন, সে বিষয়ে অবহিত করেন।

মিয়ানমার বাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের কীভাবে খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবা, পানি, পয়ঃনিস্কাশনসহ অন্যান্য সুবিধা দেওয়া হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন শেখ মুহম্মদ বেলাল।

জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপত্তা, মর্যাদা এবং মৌলিক প্রয়োজনগুলো নিশ্চিত করে দ্রুত তাদের নিজেদের বাসভূমিতে ফিরে যেতে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রদূত।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি