ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডিবির সহকারী কমিশনার গুলিবিদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৯, ১২ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

পুরান ঢাকার পোস্তগোলায় অস্ত্র উদ্ধারে গিয়ে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার রাহুল পাটোয়ারিসহ দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ আরেকজন হলেন  স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবিএ পঞ্চম সেমিস্টারের ছাত্র বিল্লাল হোসেন মৃদুল।

তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া।  তিনি বলেন, গোয়েন্দা কর্মকর্তা রাহুলের বুকের বাঁ পাশে গুলি লেগেছে। আর মৃদুলের বাঁ পায়ে গুলি লেগেছে। 

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, পোস্তগোলায় নগর স্বাস্থ্যকেন্দ্রের সামনে রাহুল পাটোয়ারি গুলিবিদ্ধ হয়েছেন বলে তারা জানতে পেরেছেন।

সেখানে দুটি গুলির শব্দ শোনা গেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি