ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ডেঙ্গুতে মৃত্যু নেই, নতুন রোগী ৩৬৬ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৯, ২৮ নভেম্বর ২০২২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩৬৬ জন এবং এ সময়ে কেউ মারা যাননি।

রোববার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। আর এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৪৭ জন। এই মাসে এখন পর্যন্ত ১৮ হাজার ৪৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২১০ জন ঢাকার এবং ঢাকার বাইরের ১৫৬ জন। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৮৩৭ জন রোগী ভর্তি আছে।

এরমধ্যে ঢাকাতেই আছে ১ হাজার ৮৪ জন, আর বাকি ৭৫৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫৬ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৫৪ হাজার ৪১২ জন।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি