ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ড্রাম খুলে মিলল যুবকের লাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৭, ২৩ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের সখীপুরে ড্রামের ভেতর থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে সখীপুর থানা-পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার কালিয়া দক্ষিণপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ লাশটি উদ্ধার করে আজ দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিনের কোনো একসময় কালিয়া দক্ষিণপাড়া এলাকায় কে বা কারা দুইটি প্লাস্টিকের বড় ড্রাম ও কাঠের জ্বালানি ভর্তি তিনটি বস্তা ফেলে যায়। বিকেলে ওই এলাকার লোকজন মালামালগুলো দেখতে যায়। তবে তাদের মনে কোনো সন্দেহ হয়নি। আজ মালামালগুলোর কাছ থেকে বিকট গন্ধ বের হয়। স্থানীয় লোকজন ওই ড্রামের মুখ খুলে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর আশরাফ গণমাধ্যমকে বলেন, লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি