ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে আবার ট্রেন চলাচল শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০০, ২১ সেপ্টেম্বর ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ী রেলওয়ে স্টেশনের কাছে মালবাহী ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে বেলা একটার দিকে এই পথে মালবাহী ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হলে ট্রেন চলাচর বন্দ হয়ে যায়।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনের ইঞ্জিন ও বগি লাইন থেকে সরিয়ে নেওয়ার পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধার করে। এ ঘটনায় সিলেট থেকে চট্টগ্রামগামী ও ঢাকা থেকে চট্টগ্রাম ও চট্টগ্রামে থকে সিলেট ও ঢাকাগামী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি