ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ভোগের শঙ্কায় যাত্রীরা [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ২৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

খানাখন্দে ভরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বেহাল দশায় এবারের ঈদযাত্রায় দুর্ভোগের আশঙ্কায় যাত্রীরা।

চার লেনের কাজ চলার পাশাপাশির মহাসড়ক সংস্কার কাজের জন্য প্রতিদিন লেগেই থাকছে যানজট।

তবে ঈদযাত্রা শুরুর আগেই মহাসড়ক যান চলাচলের উপযোগী করতে নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। 

সংস্কারের জন্যে মহাসড়কের বিভিন্ন স্থানে এখাবেই কাটা হয়েছে। বিভিন্ন সাথে তৈরি হয়েছে খানাখন্দ। গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত মহাসড়কের ৭০ কিলোমিটারই খানাখন্দে ভরপুর।

মহাসড়কের কদিমধল্যা, পাকুল্যা, নাটিয়াপাড়া, টাঙ্গাইল বাইপাস, ধেরুয়া, ঘারিন্দা বাইপাস, রসুলপুর ও এলেঙ্গাসহ বিভিন্ন স্থানে সড়ক ভাঙাচোরা ছিলো আগে থেকেই। এখন চলছে চার লেনের কাজ। এসব কারণেই প্রায় প্রতিদিনই যানজটে নাকাল হচ্ছেন যাত্রীরা।

তবে ঈদযাত্রায় চারলেন প্রকল্পের কারনে যানজটের সম্ভাবনা নেই বলে জানালেন প্রকল্প কর্মকর্তা জিকরুল হাসান।

মহাসড়ক যান চলাচল স্বাভাবিক রাখতে আট শ’রও বেশি পুলিশ সদস্য মোতায়েন রাখার কথা জানিয়েছেন টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

মহাসড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করে ঈদে ঘরে ফেরা নির্বিঘ্ন করার প্রত্যাশা যাত্রীদের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি