ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিমি যানজট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৬, ২২ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের কালিহাতির এলেঙ্গার পুংলি পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার যানজট দেখা দিয়েছে

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক এস এ এম শহিদুর রহমান গণমাধ্যমকে বলেন, সোমবার গভীর রাত থেকে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় ওই এলাকায় এই জট দেখা দেয়।

যানবাহনের সংখ্যা বৃদ্ধির কারণে সেতুতে টোল আদায়েও ধীরগতি দেখা দিয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান বলেন, হঠাৎ গাড়ির চাপ বেশি বেড়েছে। এর ফলে বঙ্গবন্ধু সেতু এলাকায় যানজট দেখা দিয়েছে। তবে গাড়ির সংখ্যা বেশি হওয়ার কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি