ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন এলাকায় ৩৭ হাজারের বেশী এলইডি বাল্ব লাগানো হবে: সাঈদ খোকন

প্রকাশিত : ১৪:৩৮, ৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৬:১৫, ৯ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন এলাকায় ৩৭ হাজারের বেশী এলইডি বাল্ব লাগানো হবে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। দুপুরে নগরির দক্ষিণ গোরাওন শেখ রাসেল খেলার মাঠে আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। জানজট ও মাদকমুক্ত ঢাকা শহর গড়তে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান ঢাকা দক্ষিণ সিটি মেয়র। ওয়ার্ড়ভিত্তিক এই নিয়মিত অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য কর্মকর্তা সহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওয়ার্ড়ের বিভিন্ন মহল্লার সাধারণ জনগন নিজ এলাকার সমস্যা মেয়রের কাছে তুলে ধরলে তা সমাধানের আশ্বাস দেন মেয়র।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি