ঢাকা-ময়মনসিংহ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ
প্রকাশিত : ১২:২০, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৩০, ১২ অক্টোবর ২০২৫

ময়মনসিংহে জুলাইযোদ্ধাদের আন্দোলন ও দাবির মুখে ইউনাইটেড পরিবহন সার্ভিস বন্ধ হওয়ার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ রুটে অনির্দিষ্টকালের জন্য সব বাস সার্ভিস বন্ধ করে দিয়েছে মোটর মালিক ও পরিবহন শ্রমিকেরা।
দ্বিতীয় দিনের মত আজ রোববার (১২ অক্টোবর) ময়মনসিংহ-ঢাকা রোডে চলাচলকারী সকল ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে ঢাকাগামী যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
শ্রমিক নেতৃবৃন্দের নির্দেশে রোববার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ রোডে চলা বিভাগের ময়মনসিংহসহ নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জের সব দূরপাল্লার বাসচলাচল বন্ধ রয়েছে বলে পরিবহন শ্রমিকরা জানিয়েছেন।
গেল শুক্রবার রাতে স্থানীয় জুলাই যোদ্ধারা মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেডের পরিবহনের বাস বন্ধ করে দেয়। এই ঘটনার জেরে শনিবার পরিবহন শ্রমিকরা আন্দোলন নামে। এই ঘটনাকে কেন্দ্র করেই ময়মনসিংহ থেকে সকল ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়।
এএইচ
আরও পড়ুন