ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

তিস্তা এক্সপ্রেস লাইনচ্যুত

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত : ১২:২২, ১৭ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৪:০৯, ১৭ সেপ্টেম্বর ২০১৯

স্বাভাবিক হয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল। এর আগে ময়মনসিংহ শহরের কেওয়াটখালিতে তিস্তা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে তিস্তা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ রেললাইনের পরীক্ষক প্রকৌশলী আজিজুল হক জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনটি শহর থেকে তিন কিলোমিটার দূরে কেওয়াটখালী এলাকায় পৌঁছানোর পর বিকট শব্দে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শুরু করে। বেলা ১১টা ৫৫ মিনিটে উদ্ধারকাজ শেষ হয়। এর কিছুক্ষণের মধ্যেই ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক জহুরুল হক বলেন, ‘উদ্ধারকারী একটি রিলিফ ট্রেন গিয়ে ২ ঘন্টা চেষ্টার পর বগি উদ্ধার করলে দুপুর ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেন লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ স্টেশন থেকে ২ ঘন্টা বিলম্বে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে হাওড় এক্সপ্রেস ট্রেনটি।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি