ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ঢাকায় ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন ডাকাত নিহত

প্রকাশিত : ১০:০৫, ১২ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর গোপীবাগ রেলগেইট এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিতে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম শান্ত। ২০ বছর বয়সী ওই যুবক একটি ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নুরুল আমিন বলেন, ‘সোমবার রাত ১২টার দিকে একদল ডাকাত গোপীবাগ রেলগেইট এলাকায় জড়ো হয়েছে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা গুলি করে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। এ সময় শান্ত গুলিবিদ্ধ হয়। শান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে চিকিৎধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানে দুজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি