ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

তথ্য প্রবাহ মানুষের সচেতনতা বাড়ায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০২, ৫ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৫:৩৮, ৫ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর উদ্যোগে `দ্বীপাঞ্চল বেতার সম্প্রচারের প্রয়োজনীয়তা` শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স ভবনের মিনি অডিটোরিয়ামে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের পরিচালক ড. মীর শাহ আলম।

বাংলাদেশ বেতারের অনুষ্ঠানমালা মোবাইলে শোনার জন্য সন্দ্বীপে একটি এফএম ট্রান্সমিটার স্থাপনের জন্য আয়োজকদের পক্ষ থেকে দাবি জানানো হয়। একই সাথে অঞ্চলভিত্তিক অনুষ্ঠান নির্মাণে সন্দ্বীপকে যুক্ত করার জন্য আহবান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মীর শাহ আলম বলেন ‘বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপ উপজেলার মানুষের জন্য বেতারের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রাকৃতিক দূর্যোগের সব তথ্য রেডিওর মাধ্যমে জানা যায়।’

তিনি আরও বলেন, ‘তথ্য প্রবাহ, মানুষকে নির্যাতনের হাত থেকে বাঁচয়, বিপদমুক্ত করে, সতর্ক করে তোলে এবং সচেতনতা বাড়ায়।`

রেডিও ক্লাবের দাবির প্রেক্ষিতে বেতারের পরিচালক বলেন, ‘আপনারা যদি জনপ্রতিনিধিদের দিয়ে সন্দ্বীপে বাংলাদেশ বেতারের একটা সাব স্টেশন স্থাপনের জন্য সরকারের কাছে প্রস্তাব আকারে আনতে পারেন, তবে এটা করা সম্ভব হতে পারে। রেডিও স্টেশন করতে পারলে সন্দ্বীপের মানুষ আরও বেশি তথ্য সেবা পাবে। একই সাথে আঞ্চলিক অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে সন্দ্বীপের তরুণদের সৃজনশীলতার বিকাশ ঘটবে।’

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি