ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

তথ্য সচিবের পিতার ইন্তেকাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০২, ৩ জুন ২০২০ | আপডেট: ২৩:০৯, ৩ জুন ২০২০

মোহাম্মদ ইউনুস

মোহাম্মদ ইউনুস

Ekushey Television Ltd.

তথ্যসচিব কামরুন নাহারের পিতা ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের শ্বশুর মোহাম্মদ ইউনুস ইন্তেকাল করেছেন। 

বুধবার (৩ জুন) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যু বরণ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি পাঁচ কন্যা, এক পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তথ্যসচিব কামরুন নাহারের পিতা ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের শ্বশুরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন ও তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান।

পৃথক শোকবার্তায় তারা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি