ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

তরুণরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী : জাফর ইকবাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ২৯ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৯:০৬, ২৯ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং তারা ভোটের মাঠেও মুক্তিযুদ্ধের পক্ষে থাকবেন বলে বিশ্বাস করেন প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবাল। শনিবার রাজধানীর ওয়েস্টিনে পেশাজীবীদের গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

জাফর ইকবাল বলেন, বাংলাদেশের সবেচেয়ে বড় শক্তি হচ্ছে বর্তমান প্রজন্মের তরুণ ছেলে ও মেয়েরা। তারা বিভিন্ন দেশে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহণ করছে এবং দেশের পতাকা উচিয়ে সফলাতার সাথে দেশে ফিরে আসছেন।  

তিনি বলেন, দেশের সমৃদ্ধি ও অগ্রতিতে তরুণরা যেভাবে অংশগ্রহণ করছেন তারা মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। তাই দেশের যুব সমাজকে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করতে হবে।

জাফর ইকবাল বলেন, দেশের বড় অংশের এই তরুণ যুব সমাজকে যেন কুচক্রী মহল বিপথে না নিয়ে  যেতে পারে সেদিকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে তাদেরকে যেন ভুল বুঝাতে না পারে সেদিকেও খেয়াল রাখার আহ্বানা জানিয়েছেন তিনি। 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি