ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

তামিমের পর ইমরুলের বিদায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২১, ৯ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে মানলেও সুবিধা করতে পারিনি ওয়েজ ইন্ডিজ। ৫০ ওভার লড়াই করে ৯ ইউকেট হারিয়ে তুলেছে ১৯৫ রানা। স্বত্ত্বি নিয়ে বাংলাদেশ ব্যাটিং শুরু করলেও বেশি সুবিধা করতে পারেনি।

দীর্ঘ দিন পর মাঠে নেমে সুবিধে করতে পারলেন না তামিম ইকবাল। ব্যক্তি ১২ রান করে তিনি রোস্ট চেজের বলে বিদায় নেন। পরের ওভারেই ওশানে থমাসের করা বলে সরাসরি বোল্ড হন ইমরুল কায়েস। রিপোর্টটি লেখা পর্যন্ত ১০.২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৪রান । সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯৬ রানের টার্গেটে ব্যাটিং নামে বাংলাদেশ।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রানেই থেমে যায় সফরকারী উইন্ডিজ। শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের পাঠান উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল।

 

 টিআর/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি