ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

তারাগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রংপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৪, ১৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রংপুরের তারাগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়ি, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

শনিবার  যশোরের শার্শায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ব্যক্তরা এ দাবি জানান।

বক্তারা বলেন, এই হামলার সঙ্গে জড়িত যেই হোক না কেন তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে  ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন রোধে এবং হিন্দু ধর্মালম্বীদের নিরাপত্তায় রাষ্ট্রকে আরও গুরু দায়িত্ব পালনের দাবি জানান সংগঠনের নেতারা।

মানবন্ধনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শার্শা উপজেলা শাখার সহ-সভাপতি পরিতোষ কুমার সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা সভাপতি অসীম কুমার কুন্ডু।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক যোগেশ দত্ত। এ সময় আরও বক্তব্য দেন শার্শা শাখার সাধারণ সম্পাদক বৈদ্যনাথ দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক সুকুমার দেবনাথ, জয়দেব সিংহ, সাধন গোস্বামী, শান্তিপদ গাঙ্গুলী প্রমূখ।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি