ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

তিন দিনের ব্যবধানে রাজবাড়ীতে দ্বিগুন পেঁয়াজের দাম

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৫, ৩০ জানুয়ারি ২০২০

বাজারে নতুন মুড়ি কাটা পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় পেয়াজের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম প্রায় দ্বিগুন বেড়ে বিক্রি হচ্ছে ১৪০ টাকা থেকে দেড়শ টাকায়।
 
চলতি সপ্তাহের প্রথম দু’দিন যেখানে কেজি প্রতি হয়েছে ৭০ টাকা থেকে ৮০ টাকায়, অথচ তিন থেকে চার দিনের ব্যবধানে পেয়াজের কেজি দ্বিগুন বেড়ে তা বিক্রি হচ্ছে দেড়শ টাকায়। এতে ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ ভোক্তাদের মাঝে। 

বিক্রেতারা বলছেন, কৃষকরা অপরিপক্ক পেয়াজ বেশি দামের আশায় মাঠ থেকে তুলে ফেলার কারণে যেখানে বিঘা প্রতি পেয়াজ উৎপাদন হত ৪০ থেকে ৪৫ মণ সেখানে উৎপাদন হয়েছে ১৫ থেকে ২৫ মণ। যে কারণে হঠাৎ করে বাজোরে পেয়াজের ঘাটতি দেখা দিয়েছে। এতে করেই বেড়েছে পেঁয়াজের দাম। তবে হালি পেঁয়াজ না ওঠা পর্যন্ত পেঁয়াজের বাজার দর কমার সম্ভাবনা নেই নেই বলে জানান তারা। 

এদিকে ক্রেতারা বলছেন, হঠাৎ করে পেয়াজের বাজার কমার পরিবর্তে বেড়ে যাওয়ায় তারা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন। দাম বেড়ে যাওয়ায় তারা পেয়াজ ক্রয় করতে হিমশিম খাচ্ছেন। প্রশাসনের প্রতি বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের দাবি জানান সাধারণ ক্রেতারা। 

এআই/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি