ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

তিন বাহিনীর প্রধানদের মেয়াদ সর্বোচ্চ ৪ বছর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

তিন বাহিনীর (সেনা, নৌ ও বিমান) প্রধান পদের মেয়াদ সর্বোচ্চ চার বছর নির্ধারণ করে হয়েছে। সোমবার সংসদে এ সংক্রান্ত একটি বিল পাশ হয়।

সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক সংসদে এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলটি ছিল ‘প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) বিল- ২০১৮।

এর আগে গত বছরের জুলাই মাসে বিলটি মন্ত্রিসভার অনুমোদন পায়। এরপর এ বছরের ৯ জানুযারি বিলটি সংসদে তোলেন আনিসুল হক। বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই ও সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করে আজ তা সংসদে কণ্ঠভোটে পাস হয়।

বাহিনী প্রধানরা বর্তমান বেতন কাঠামো অনুযায়ী মাসে ৮৬ হাজার টাকা মূল বেতনের সঙ্গে অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা পাবেন।

এছাড়াও বিশেষ আবাসিক সুবিধা, আবাসিক সংশ্লিষ্ট সুবিধা, সার্বক্ষণিক গাড়ি, সামরিক হাসপাতালে বিনা খরচে নিজে ও পরিবারের সদস্যদের চিকিৎসা, রেশন, ভবিষ্যৎ তহবিল ও সহায়ক জনবল সুবিধার পাশাপাশি এককালীন আউটফিট ভাতা (২৩ হাজার ৯৯০ টাকা), ভ্রমণ ভাতা, উৎসব ভাতা, নববর্ষ ভাতা ও শ্রান্তিবিনোদন ভাতা পান।

উপরোক্ত সুবিধা ছাড়াও বাহিনী প্রধানরা প্রতিমাসে ডিস্টারবেন্স ভাতা (৭০৩ টাকা), কমান্ড ভাতা (৩ হাজার ২৫০ টাকা), যোগ্যতা ভাতা (৮০৩ টাকা), প্রতিরক্ষা সার্ভিস ভাতা (৬ হাজার টাকা), আপ্যায়ন ভাতা (২ হাজার টাকা), কিট ভাতা (১ হাজার ২০০ টাকা), ক্ষতিপূরণার্থ ব্যাটম্যান রশদভাতা (১ হাজার ৮৫ টাকা), ব্যাটম্যান ভাতা (৬০০ টাকা) পাবেন। 

উল্লেখ্য যে, সংবিধানের ৬২ (১) অনুচ্ছেদ অনুযায়ী প্রতিরক্ষা বাহিনী প্রধানদের নিয়োগ ও বেতন-ভাতা আইন আনুযায়ী নির্ধারণ করতে বিলটি পাস করা হয়েছে।


এমএইচ/এসি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি