ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

তিন মাস পর চালু হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ১৬ জুন ২০২০

Ekushey Television Ltd.

করোনা মহামারীর কারণে ৯০ দিন পর বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটের ফ্লাইট চালু হল। আজ রাতের দ্বিতীয় প্রহরে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ ৩৩ জন যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে। ঐ রাতেই ২৭৪ যাত্রী নিয়ে ঢাকা থেকে দোহার উদ্দেশ্যে ছেড়ে যায় উড়োজাহাজটি। বিষয়টি নিশ্চিত করেন শাহজালাল বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ-উল আহসান। 

তিনি বলেন, ‘কাতার এয়ারওয়েজ আপাতত সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। ২১ জুন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লন্ডন রুটে ফ্লাইট চালু করবে।’

গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। পরে অন্যান্য দেশের সঙ্গেও ফ্লাইট বন্ধ রাখা হয়। এমনকি অভ্যন্তরীণ ফ্লাইটও বন্ধ রাখা হয় কিছু দিন।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি