ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

তিশার ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গার্ল’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৫, ৩ মে ২০১৮

নারীদের ওপর অন্যায়ের প্রতিবাদ হিসেবে কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন আফজাল হোসেন মুন্না। সিনেমা, নাটক বা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে তিনিসহ অন্য নির্মাতারা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবেন- সেটাই ছিলো এই তরুণ নির্মাতার প্রত্যাশা।
এর অংশ হিসেবে তিনি বানিয়েছেন ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গার্ল’। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।
নামকরণ প্রসঙ্গে নির্মাতা মুন্না বলেন, ‘আর্নেস্ট হেমিংওয়ের ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’র সঙ্গে এই চলচ্চিত্রের একটা মনোজাগতিক সংযোগ আছে। তাই এমন নামকরণ। এতে আমরা তুলে ধরতে চেয়েছি, ভয় পেয়ে লুকিয়ে থাকা বা কারও সাহায্যের অপেক্ষায় থাকা কোনও সমাধান নয়। তাতে বরং ক্ষতিই হয়। এর চেয়ে আত্মরক্ষার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা বেশি জরুরি। তাতে নিজেরসহ অনেকের নিরাপত্তা নিশ্চিত হয়। আর যারা অন্যায় করে তারা সাহসী হয় না। প্রতিরোধের মুখে পড়লে তারা আরও কাবু হয়ে যায়। তাই প্রতিবাদটা জরুরি।’
তিশা প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনেত্রী তিশার আন্তরিকতার প্রশংসা সবাই করেন, কিন্তু আমার এই কাজে ব্যক্তি ও শিল্পী হিসেবে তার দুটি সত্তাই যে সহায়তা করেছে তা অভাবনীয়। একইসঙ্গে অন্যরাও অনেক পরিশ্রম করেছেন।’
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির পোস্ট প্রোডাকশনের কাজ প্রায় শেষের দিকে। এতে আরও অভিনয় করেছেন নূর ইমরান, তামিম মৃধা, নুসরাত জাহান জেরি, বিশাল বশির, পাভেল রহমান, আমিনুল ইসলাম আবুসহ অনেকে।
এটি খুব শিগগিরই উন্মুক্ত হচ্ছে বেশ ক’টি ভিডিও শেয়ারিং সাইটে। একই সঙ্গে এটি অংশ নেবে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবেও।

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি