ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

তিস্তাগর্ভে হারিয়ে গেল বিদ্যানন্দের অর্ধশতাধিক ঘর

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৮, ৯ আগস্ট ২০১৯ | আপডেট: ২৩:০৯, ৯ আগস্ট ২০১৯

ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়েছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন। গত তিন-চার বছরের ভাঙনে এই ইউনিয়নের তিনভাগের দুইভাগ এলাকা তিস্তা নদীর করাল গ্রাসে বিলিন হয়ে গেছে। নদী তীরে ভাঙন কবলিতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস। 

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক গত দেড় মাস ধরে জিও ব্যাগ ফেলানো হলেও ঠেকানো যায়নি তিস্তার ভাঙন। গত এক সপ্তাহেই অর্ধ-শতাধিক বাড়ীঘর নদীগর্ভে বিলিন হয়ে গেছে। ভাঙন কবলিতদের অনেকেই খোলা আকাশে রোদ-জলে ভিজে মানবেতর জীবন যাপন করছে। 

এদিকে নদী তীর রক্ষা বাঁধ থেকে মাটি কেটে জিও ব্যাগ ভরানোর অভিযোগ উঠেছে পাউবো’র শ্রমিকদের বিরুদ্ধে। ফলে সেই এলাকা দিয়ে যানবাহন চলাচল আপাতত বন্ধ হয়ে গেছে। এছাড়াও বাঁধের পঞ্চাশ ফুট পাশ থেকেই ড্রেজার দিয়ে বালু তোলা কতটুকু পরিবেশ বান্ধব, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

শুক্রবার সকালে সরজমিনে ভাঙন কবলিত চতুরা ও কালিরহাট এলাকায় গিয়ে দেখা যায়, খোলা আকাশের নিচে বেশ কয়েকটি ভিটেবাড়ি। উদাশ চোখে তাকিয়ে আছে লোকজন। কালিরহাট এলাকার পঁচাশি বছরের বৃদ্ধা সোহাগী জানান, বাপ-মায়ে আদর করি নাম রাখছিল সোহাগী। স্বামীও চলি গেল; সেইসাথে সোহাগ-সুখও কাড়ি নিল তিস্তা নদী। দীর্ঘশ্বাস ফেলে তিনি রোমন্থন করছিলেন পুরনো দিনগুলি। এসময় তার চোখের কোল বেয়ে ঝরে পড়ছিল অশ্রুধারা। 

বৃদ্ধার ছেলে সামারু চন্দ্র রায়ের স্ত্রী পূর্ণিমা চন্দ্র রায় জানান- বাড়ীঘর, জমিজমা, গাছপালা সব নদী কেড়ে নিল। চারদিন ধরে খোলা আকাশে পড়ে আছি। জায়গা না পেয়ে ঘরবাড়ী রাস্তায় ফেলে রেখেছি। ছেলে ইন্টারে আর মেয়ে ক্লাস সিক্সে পড়ে। তাদেরকে নিয়ে খুব বিপদে আছি। এখন কি করবো জানি না।

সাংবাদিক এসেছে শুনে ছুটে এলেন ৬৩ বছরের নারায়ণ চন্দ্র বর্মন। বললেন, ‘বাবারে ২০ বার বাড়ি ভাঙছি। হামরা এ্যালা নিঃস্ব হয়া গেছি। হামাকগুলার দেকপের কাঁইয়ো নাই। টেকা পয়সা নাই। জায়গাও কিনবার পাবার নাগছি না। হামরা পথের ভিখারী হয়া গেছি। সরকার হামারগুলার জন্য থাকবার জাগা করি দেউক।’

এদিকে চতুরা হংসধর বাঁধের মাথা এলাকার আহাম্মদ আলীর রাত কাটে নির্ঘুম। ঘরের উঠোনে চলে এসেছে নদী। যে কোন মুহূর্তে বিলিন হয়ে যেতে পারে তা। ফলে আতংক আর উদ্বেগে সময় কাটছে তার পরিবারের লোকজনের। 

আহাম্মদ আলী জানালেন, বিদ্যানন্দ বাজার, তৈয়ব খাঁ, ডাংরা, ডাবুরহালান, ডারিয়া, হংসধর, কালিরভিটাসহ সাড়ে তিন কিলোমিটার এলাকাজুড়ে ভাঙছে তিস্তা নদী। গত এক সপ্তাহে ভেঙে গেছে চতুরার মনতাজ আলী, আমজাদ আলী, হাফিজুর রহমান, আলী মন্ডল, মমতাজ, আইজুল ও জমির হোসেনের বাড়ি। 
হংসধর বাঁধের মাথা ও কালিরহাট এলাকার মকবুল, ইয়াকুব মিস্ত্রী, দীনবন্ধু রায়, নিপেন চন্দ্র রায়, সামাল চন্দ্র রায়, সুরেশ চন্দ্র রায়, সুধীর চন্দ্র রায়, নারায়ণ চন্দ্র রায়, প্রদীপ চন্দ্র রায়, সুকুমার চন্দ্র রায়, বাণেশ্বর চন্দ্র রায়, উপেন চন্দ্র রায়, লক্ষ্মীকান্ত চন্দ্র রায়, নিবাস চন্দ্র রায়, নিবারণ চন্দ্র রায়, সুবাস চন্দ্র রায়, সঞ্জয় চন্দ্র রায়, জয়ন্তী রায়, রঙমালা, সুবল, প্রফুল্ল, যতীশ, নবীন চন্দ্র রায়সহ আরও অনেকের বসতভিটা। 

জয়ন্তী রানী কাঁদতে কাঁদতে বলেন, বাপুরে বাড়ি আগুনে পুড়লেও ভিটাটা থাকে। কিন্তু নদী খাইলে কিছুই থাকে না।
 
চতুরা এলাকার আজাদ, কামরুল জানান, এখানে পানি উন্নয়ন বোর্ডের নিয়োজিত শ্রমিকরা বাঁধ নষ্ট করে মাটি কেটে জিও ব্যাগে ভরাচ্ছে। এখন এই রাস্তা দিয়ে গাড়ি-ঘোড়া চলাচল বন্ধ হয়ে গেছে। 

বিষয়টি নিয়ে শ্রমিকদের প্রশ্ন করা হলে তারা জানান, ‘বাঁধ থেকে মাটি কেটে জিও ব্যাগ ভরাচ্ছি। আবার ড্রেজার দিয়ে সেটা পূরণ করছি’। বাঁধ থেকে মাত্র ৫০ গজ দূরেই বসানো হয়েছে ড্রেজার। তা দিয়েই মাটি পূরণের কথা জানালেন তারা।
 
বিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান তাইজুল ইসলাম জানান, গত এক দশকে আমার ইউনিয়নের এক চতুর্থাংশ এলাকা নদীগর্ভে বিলিন হয়ে গেছে। আগে ভোটার ছিল ২৯ হাজার। এখন তা কমে দাঁড়িয়েছে ১৩ হাজারে। এগারটি মৌজার মধ্যে ৭টি মৌজা নদীগর্ভে বিলিন হয়ে গেছে। বার হাজার ভোটার এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। এখানে জিও ব্যাগ ফেলানো হলেও ভাঙন ঠেকানো যাচ্ছে না। আমরা সরকারের কাছে এই এলাকার ভাঙন ঠেকাতে দ্রুত স্থায়ী কাজ চাই।

এ ব্যাপারে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, আমাদের লোকজন কালিরহাট এলাকায় ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং কাজ করছে। কেউ বাঁধ কেটে মাটি ভরার কাজ করে থাকলে সেটা আমাদের জানা নেই। আমরা চর থেকে নৌকায় বালু এনে কাজ করছি। আর ড্রেজারের কাজ এখন বন্ধ রয়েছে।

জেলা প্রশাসক সুলতানা পারভীন জানান, ভাঙন কবলিতদের পূণর্বাসনের জন্য সরকার কাজ করছে। আমরা ফিজিবিলিটি দেখে স্থায়ীভাবে কর্মসূচি গ্রহণ করবো।

এনএস/আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি