ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি  

প্রকাশিত : ২২:১৪, ২১ জানুয়ারি ২০২০

শীতের তীব্রতা থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামে অগ্নিদগ্ধ হয়ে আসমতি বেওয়া (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

নিহতের ছেলে জয়নাল আবেদিন জানান, শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে তার মা সোমবার সকালে বাড়ির উঠানে আগুন পোহাচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত তার কাপড়ে আগুন লেগে গেলে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। 

এমতাবস্থায় তাকে নিয়ে ঢাকায় রওনা হলে তিনি সোমবার রাত ৮টায় মারা যান।
   
উল্লেখ্য,তীব্র শীত থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে চলতি শীত মৌসুমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আলেমা বেগম ও রমিজা বেওয়া নামে অপর দুই নারীর মৃত্যু হয়। 

কেআই/এসি

  
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি