ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

তুরস্কে ভবন নির্মাণে অনিয়মে ৬১২ জনের বিরুদ্ধে মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

যথাযথ আইন মেনে ভবন নির্মাণ না করায় তুরস্কে ছয় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে তুরস্ক সরকার।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দক্ষিণ-পূর্ব তুরস্কের দিয়ারবাকির থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির বিচার বিষয়ক মন্ত্রী বাকির বুজদাগ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।

গত ৬ ফেব্রুয়ারি দুদফায় ৭.৮ এবং ৭.৬ মাত্রার ভূমিকম্পে দক্ষিণ তুরস্কে ৪৪ হাজার জনেরও বেশি এবং উত্তর সিরিয়ায় সাড়ে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের পর দক্ষিণ তুরস্কজুড়ে ধসেপড়া কিংবা ক্ষতিগ্রস্ত হওয়া ১ লাখ ৭৩ হাজার ভবনের নির্মাণকাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠেছে।
তুরস্কের কর্তৃপক্ষ অভিযোগ এনেছে, ভবন নির্মাণে ত্রুটি থাকায় ভূমিকম্পে ভবনগুলো দ্রুত ধসে পড়েছে। 

বিচার বিষয়ক মন্ত্রী বাকির বুজদাগ জানিয়েছেন, মামলার আসামি ৬১২ জনের মধ্যে ১৮৪ জনকে বিভিন্ন মেয়াদে এরই মধ্যে সাজা দেয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে মামলা চলমান। আসামিদের মধ্যে রয়েছে নির্মাণ ঠিকাদার, ভবন মালিক এবং পরিচালকরা। তিনি বলেন, ‘ধসে পড়া ভবনগুলোতে উল্লিখিতদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ খোঁজার জন তদন্ত অব্যাহত রয়েছে।’

এদিকে, বিরোধী দলগুলো প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রশাসনের বিরুদ্ধে বিল্ডিং নীতিমালা বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তুলেছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি