ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

তুরাগে নৌকা ডুবে নিহত ২

প্রকাশিত : ২২:৩৮, ৭ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সাভারের তুরাগ নদে ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে দু`জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের কাউন্দিয়া ও মিরপুরের ছিন্নিরটেক এলাকার মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুন্সিগঞ্জের সিরাজদিঘী থানার খাতিয়ান তুলি গ্রামের মহিউদ্দিনের ছেলে মাদ্রাসারছাত্র তৌহিদ (১৪) ও নেত্রকোনা সদর থানা এলাকার মৃত সাহাদাতের ছেলে ইসলাম উদ্দিন (৫৫)। তিনি কৃষিকাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে মিরপুরের ছিন্নিরটেক এলাকা থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি নৌকা কাউন্দিয়া বাকশাতরা উদ্দেশে রওনা দেয়। পথে নৌকাটি তুরাগ নদে মাঝে এসে পৌঁছালে বালুবাহী একটি ট্রলার ধাক্কা দেয়।

এতে নৌকাটি যাত্রীসহ পানিতে তলিয়ে যায়। নৌকায় থাকা বেশ কিছু যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পারলেও তৌহিদ ও ইসলাম নিখোঁজ হন। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ দু`টি উদ্ধার করে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দু’টি তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি