ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

তেজগাঁওয়ে র‌্যাবের সঙ্গে গুলিবিনিম, নিহত ২ ডাকাত

প্রকাশিত : ০৮:৩৫, ৫ এপ্রিল ২০১৯ | আপডেট: ১২:০০, ৫ এপ্রিল ২০১৯

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে গুলিবিনিময়ে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় দুই  ডাকাত দলের সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।

আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কিছু সময় পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুই ডাকাত হলেন- নাইম (৩৫) ও জামাল (৩৮)।

র‌্যাব-২ এর উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় র‌্যাবের চেকপোস্ট ছিল। ডাকাত দলের সদস্যরা ছোট পিকআপ ভ্যানে করে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় চেকপোস্ট অতিক্রমের সময় তাদের থামতে বলা হয়। এসময় র‌্যাবকে লক্ষ্য করে ডাকাত দল গুলি ছোড়ে। এতে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে দুই ডাকাত গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কিছুক্ষণ পর তাদের মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে চোরাই গাড়িসহ বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে। 

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি