ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তোপের মুখে করণ জোহর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৯, ১২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বহু প্রতীক্ষার পর অবশেষে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’সিক্যুয়ালের লুক প্রকাশ পেয়েছে। নেট দুনিয়ায় রীতিমত ভাইরাল হয়ে গেছে সেই পোস্টার। তবে প্রশংসার মোহ কাটতে না কাটতেই তোপের মুখে পড়লেন পরিচালক করণ জোহর। নেটিজেনদের অভিযোগ সোজাসুজি করণের ওপর। একের পর এক ট্রোলে ভাসছে তার কমেন্টবক্স। চ্যাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা এবং জ্যাকি শ্রফের ছেলে টাইগারকে মুখ্য চরিত্রে রাখাই এই ট্রোলের কারণ।

সমালোচকরা বলছেন- কঙ্গনা রানাওয়াত সঠিক ছিলেন। আপনি সত্যিই নোপোটিজমের পতাকা বহন করেন৷। ইত্যাদি।

এই ধরণের নানান প্রশ্ন নিয়ে আঙুল উঠতে শুরু করেছে পরিচালকের দিকে। তবে বিষয়টি নিয়ে পরিচালকের এখনও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে কঙ্গনা রানাওয়াত ‘কফি উইথ করণ’ এ এসে করণের সম্পর্কে এই উক্তি করেছিলেন। সরাসরি করণকে বলেছিলেন, তিনি নেপোটিজমকে প্রোমোট করেন। এই ঘটনার পর করণ এবং কঙ্গনার মধ্যে দূরত্ব তৈরি হয়ে যায়।

সিনেপ্রেমীদের কাছ থেকে এখনই যদি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ নেগেটিভ রিঅ্যাকশন আসতে শুরু করে, তাহলে ভবিষ্যতে কী হবে? সেই প্রশ্ন উঠেছে। সময়মত শ্যুটিং শেষ হলে সিনেমাটি চলতি বছর ২৩ নভেম্বর মুক্তি পাবে।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি