ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

ত্রিকোণ প্রেমের ভিন্ন গল্পে সোহম-মাহি-ওম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ১৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

দুই বাংলার মেলবন্ধনে মুক্তি পেয়েছে ‘তুই শুধু আমার’ সিনেমার ট্রেলার। সিনেমার মুখ্য ভূমিকায় রয়েছেন সোহম, মাহিয়া মাহি এবং ওম। ত্রিকোণ প্রেমের এই সিনেমায় মাথাচারা দিয়ে ওঠে শত্রুতা। আর এই শত্রুতার কারণে প্রাণ হারাতে পারে যে কেউ। সিনেমার পরিচালক দু’জন। কলকাতার পরিচালক জয়দীপ মুখার্জি ও বাংলাদেশের পরিচালক অনন্য মামুন। একই সঙ্গে সিনেমার প্রযোজনায় রয়েছে দুই বাংলার ছোঁয়া।

‘এসকে মুভিজ’ এবং ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ প্রযোজনা সংস্থার যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এই চলচ্চিত্র।

চিত্রনাট্য অনুযায়ী, সিনেমাতে মাহিয়া মাহি একজন মডেল। নাম প্রিয়া। তার বিপরীতে সিনেমাতে দু’জন নয়, থাকছেন তিনজন। সোহম একজন ধনী ব্যবসায়ী আদিত্য সিংহা রায়ের চরিত্রে অভিনয় করেছেন। প্রিয়ার লাভ ইন্টারেস্ট হিসেবে দেখানো হয়েছে সোহমকে। অন্যদিকে ওম-ও প্রিয়াকে ভালোবাসে। প্রথমদিকে আদিত্যকে প্রিয়ার প্রেমিক মনে হলেও প্রিয়া আসলে কাকে মন থেকে চায় সে নিয়েই এগিয়ে যাবে সিনেমার গল্প।
সিনেমার আরেক নায়ক হলেন বাংলাদেশী অভিনেতা আমান রেজা। তাকে যদিও সিনেমার ট্রেলারে দেখানো হয়নি।

সোহম এবং মাহি এই প্রথম একসঙ্গে কাজ করছেন। অন্যদিকে ওমের সঙ্গে মাহি আগেও কাজ করেছেন ‘অগ্নি টু’ সিনেমাতে। সিনেমাটি ঈদে মুক্তি পেতে পারে।


এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি