ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

থাই বিমানের চাকায় ফাটল, শাহজালালের রানওয়ে বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৭, ২৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ব্যাংকক থেকে ছেড়ে আসা থাই এয়ারওয়েজের একটি বিমান চাকা ফেটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ কারণে বিমান ওঠানামা বন্ধ আছে। বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, টিজি ৩২১ ফ্লাইটটি আজ মঙ্গলবার ১২টা ৪৫ মিনিটের দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বিমানটি সরিয়ে নেওয়ার পর রানওয়ে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের এক কর্মকর্তা।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি