ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

থ্যালাসেমিয়া এ্যান্ড ক্যান্সার হাসপাতালের উদ্বোধন

প্রকাশিত : ১০:১৪, ৩০ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৫:৩১, ৩০ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

মরণব্যাধি থ্যালাসেমিয়া ও ক্যান্সারের সুচিকিৎসা নিশ্চিতে বাংলাদেশ থ্যালাসেমিয়া এ্যান্ড ক্যান্সার হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর বনশ্রীতে থ্যালাসেমিয়া এ্যান্ড ক্যান্সার হাসপাতাল ভবন উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগের উন্নত মানের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হল।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম সচিব আব্দুর রশীদ প্রমুখ। এসময় আবুল কালাম আজাদ বলেন,‘থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের কোনো দোষ নেই। কিন্তু এই রোগে আক্রান্ত শিশুরা জন্মের পরেই যেন মৃত্যুর মুখে দাঁড়িয়ে যায়। এ জন্য মা-বাবা বা অভিভাবকদের সচেতন হওয়া দরকার।

তিনি বলেন, বিয়ের আগে রক্ত পরীক্ষার যে কথা উচ্চ আদালত বলেছেন, তা মানা উচিত। এতে সংকোচ বা লজ্জার কিছু নেই। এতে থ্যালাসেমিয়ার প্রকোপ কমবে। উদ্বোধনের পর হাসপাতালের প্রতিটি ফ্লোর ঘুরে দেখেন তিনি।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি