ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

দক্ষিণ এশিয়ায় খাবারের দাম সবচেয়ে কম বাংলাদেশে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ২৮ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৪:০২, ২৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে খাবারের দাম সবচেয়ে কম। আর উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এই অবস্থান নবম। খাবারের দাম নিয়ে জাতিসংঘের ‘এ ট্রু কস্ট অব এ প্লেট অব এ ফুড’ শীর্ষক প্রতিবেদনে এ’সব তথ্য তুলে ধরা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সরকারি-বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির কারণেই বাংলাদেশের এই উন্নতি।

বিশ্বের উন্নয়নশীল ৫২টি দেশের মধ্যে কম দামে খাবার পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই এগিয়ে। গতবার এই ক্যাটাগরিতে ১০ম হলেও এবার একধাপ উন্নতি হয়ে ৯ম স্থানে বাংলাদেশ। এক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তান, নেপালকে পেছনে ফেলেছে বাংলাদেশ। 

গবেষকরা বলছেন, বাংলাদেশের এই উন্নতির পেছনে সরকারী নীতি সহায়তা আর সরকারি- বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি-ই মূল কারন।

সব মিলিয়ে সাধারণ মানুষের ক্রয় সক্ষমতার সাফল্যকে একটি বড় অর্জন হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি