ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

দারিদ্র্যের হার হ্রাস করতে সক্ষম হয়েছি : প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ৯ অক্টোবর ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দারিদ্র্যের হার কমেয়ে এনেছি। ২০০৫-০৬ অর্থ বছরে দারিদ্র্যের হার ছিল ৪১.৫ শতাংশ। তা হ্রাস করে ২০১৮ সালে করেছি ২১.৮ শতাংশ। দারিদ্র্যের হার কমাতে আমরা সক্ষম হয়েছি। এটা আমরা আরও হ্রাস করবো।

মঙ্গলবার বিকেলে দ্বিতীয় দক্ষিণ এশীয় মেরিটাইম ও লজিস্টিক ফোরামের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা আঞ্চলিক যোগাযোগের মাধ্যমে এই অঞ্চলের উন্নয়নে কাজ করবো। বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য আমরা ইতোমধ্যে পরিকল্পনা করেছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, মাতৃমৃত্যুহার কমানো, সুপেয় পানির ব্যবস্থা করা, দারিদ্র্যের হার কমানোসহ সব ধরনের সূচকে উন্নিত করতে আমরা সক্ষম হয়েছি।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি