ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দিলমাকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে পার্লামেন্টে নিম্নকক্ষের সদস্যরা

প্রকাশিত : ১৫:০১, ১৮ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:০১, ১৮ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

Dilmahব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্টে নিম্নকক্ষের সদস্যরা। এখন এটি অনুমোদনের জন্য পাঠানো হবে উচ্চকক্ষ সিনেটে। অভিশংসন প্রস্তাব গ্রহণের জন্য নিম্নকক্ষের ৫১৩ জন সদস্যের মধ্যে দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন ছিল। ভোটাভুটিতে দিলমার বিপক্ষে ভোট দেন ৩৪২ জন। আর তার পক্ষে ভোট দেন ১২৭ জন। সিনেটের উচ্চকক্ষে অভিশংসনের প্রস্তাবটি দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন পেলেই দিলমা রৌসেফ স্থায়ীভাবে পদচ্যুত হবেন। রৌসেফের অভিশংসন প্রক্রিয়ার পক্ষে-বিপক্ষে হাজারো মানুষ দেশটির বিভিন্নœ শহরে বিক্ষোভ করছে। গেল কয়েক বছর ধরেই প্রেসিডেন্ট দিলমা রুসেফের সরকারের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগ উঠছিল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি