ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

দুই বাংলায় জয়ার ‘কণ্ঠ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৬, ১ নভেম্বর ২০১৯

কখনো এপার কখনো ওপার দুই পারেই রয়েছে তার পদচারণা। এবার ‘কণ্ঠ’ নিয়ে দুই পারই পাড়ি দিচ্ছেন জয়া আহসান। ভারতের মাটিতে ভালোবাসা কুড়িয়ে ঐ ছবির আপাতত গন্তব্য বাংলাদেশ। উচ্ছ্বসিত গোটা টিম, দ্বিগুণ উচ্ছ্বসিত অভিনেত্রী জয়া আহসান। হবেন নাই বা কেন? আকরাম খান পরিচালিত, জয়া অভিনীত ‘খাঁচা’ যাচ্ছে ভারতে, আর শিবু-নন্দিতার কণ্ঠ আসছে বাংলাদেশে। সাফটা চুক্তির মাধ্যমেই ভারত-বাংলাদেশের এ আদানপ্রদান।

জয়া বললেন,‘দু’দেশের সমস্ত নীতি মেনেই দু’টি ছবির এক্সচেঞ্জ হয়েছে। কণ্ঠ ছবির কোনও নির্দিষ্ট দেশ, কাল হয় না। কণ্ঠ ভীষণ সময়োপযোগী ছবি। যে কোনও দেশের মানুষকে নাড়া দিয়ে যাবে। এই প্রথম কলকাতায় করা আমার কোনও ছবি বাংলাদেশে মুক্তি পাবে। খুবই আনন্দিত আমি। বাংলাদেশের মানুষ কণ্ঠের মতো একটি অন্যরকম কনসেপ্টের ছবি দেখতে পাবেন, এটা ভেবেই আমার খুব ভাল লাগছে।’ 
বাংলাদেশের মানুষজনও যে ‘কন্ঠ’-র মুক্তির আশায় দিন গুনছেন, সে কথাও জানান জয়া।
ছবির অন্যতম পরিচালক শিবপ্রসাদের কী প্রতিক্রিয়া? পরিচালক বলেন, ‘এর থেকে আনন্দের খবর বোধহয় আর কিছু হয় না। বাণিজ্যিকভাবে ভারতে রিলিজ করে কণ্ঠ সফল হয়েছিল। মাত্র ১১ দিনের মাথাতেই কণ্ঠের ঝুলিতে এসেছিল দু’কোটি টাকা। জয়া এই ছবিতে অভিনয় করেছেন। ও বাংলাদেশের। আমরা চেয়েছিলাম ওঁর দেশের মানুষের কাছে ছবিটা পৌঁছে দিতে। সেটা সম্ভব হয়েছে। এটাই প্রাপ্তি।’

নভেম্বরের ৮ তারিখ বাংলাদেশে মুক্তি পাবে কন্ঠ।  স্টার মাল্টিপ্লেক্স, বলাকা, মধুমিতাসহ বাংলাদেশের মোট ১২টি পেক্ষাগৃহে আসবে এ ছবি। তবে খাঁচা কলকাতার কোন কোন পেক্ষাগৃহে মুক্তি পাবে, কবেই বা পাবে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এ বছরের ১০ মে ভারতে মুক্তি পেয়েছিল কণ্ঠ। বক্স অফিসে ঐ ছবির সাফল্য ছিল ধরাছোঁয়ার বাইরে। জয়ার সাবলীল অভিনয়, সুন্দর কনসেপ্ট মন ছুঁয়েছিল আট থেকে আশির। ক্যানসার মানেই যে ‘নো অ্যান্সার’ নয়- সেই বার্তাই দিয়েছিল ছবিটি। অন্যদিকে খাঁচা মুক্তি পায় ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর।

আপাতত, হারানো ‘কন্ঠ’ ফিরে পাওয়ার প্রতীক্ষায় পদ্মাপারের বাসিন্দারা, আর ‘খাঁচা’র জন্য দিন গুনছেন গঙ্গা মানুষেরা।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি