ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

দুই সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ২৪ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৬:৫৬, ২৪ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুর খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মেয়র পদে আওয়ামী লীগ বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ দলের প্রতীকই পেয়েছেন। এছাড়া ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদেরও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

নির্বাচন উপলক্ষে দুই সিটিতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয় সকাল ১০টায়। গাজীপুরে বঙ্গতাজ অডিটরিয়ামে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল।

সিটি মেয়র পদে প্রতীক পেয়েছেন ৭ প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা, বিএনপি হাসান উদ্দিন সরকার ধানের শীষ, ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান মিনার, ইসলামী আন্দোলনের নাসির উদ্দিন হাতপাখা, ইসলামী ফ্রন্টের জালাল উদ্দিন মোমবাতি, সিপিবির কাজী রুহুল আমীন কাস্তে প্রতীক পেয়েছেন। একমাত্র সতন্ত্র প্রাথী ফরিদ আহম্মদ পেয়েছেন টেবিল ঘড়ি।

সাধারণ কাউন্সিলর পদে ২৫৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৪ প্রার্থী প্রতীক পেয়েছেন। এছাড়া ৪৪ নম্বর ওয়ার্ডে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় মাজাহারুল ইসলামকে বিজয়ী ঘোষনা করা হয়েছে।

এদিকে, খুলনার বয়রায় আঞ্চলিক নির্বাচনী কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী। মেয়র পদে প্রতীক দেওয়া হয়েছে ৫ জনকে। আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক নৌকা, বিএনপির নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ, জাতীয় পার্টির এস এম শফিকুর রহমান লাঙ্গল, ইসলামী আন্দোলনের মাওলানা মুজ্জাম্মিল হক হাত পাখা ও সিপিবি-বাসদের মিজানুর রহমান বাবুকে কাস্তে প্রতীক দেওয়া হয়েছে।

এছাড়া ১শ’ ৪৮ জন ওয়ার্ড কাউন্সিলর এবং ৩৮জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীও তাদের প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারনায় নেমেছেন দুই সিটির প্রার্থীরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি