ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

দুদকের অফিস কার্যক্রম চালু হচ্ছে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৪, ৩১ মে ২০২০

আজ রোববার থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকার প্রধান কার্যালয়সহ সারাদেশের অফিসের কার্যক্রম চালু হচ্ছে। ফের দুর্নীতি দমন ও প্রতিরোধে পুরোদমে কাজ শুরু করবে তারা। এর আগে করোনা পরিস্থিতিতে দুদক সরকারি ত্রাণ আত্মসাৎকারীদের বিরুদ্ধে মামলা রেকর্ড করে আসছিল।

দুদক সূত্র জানায়, এখন থেকে মানিলন্ডারিং, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, ক্যাসিনো কাণ্ডসহ সব ধরনের দুর্নীতির অনুসন্ধান, মামলা, তদন্ত ও চার্জশিট দেওয়ার কাজ করা হবে। 

জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে অফিস পরিচালনার জন্য সাত সদস্যের ভিজিলেন্স টিম গঠন করেছে দুদক। কমিশনের প্রশাসন বিভাগের মহাপরিচালক জহির রায়হানকে আহ্বায়ক করে ওই টিম গঠন করা হয়েছে। এর অন্য সদস্যরা হলেন, দুদকের গোয়েন্দা ইউনিটের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী, পরিচালক (অর্থ) মোহাম্মদ আবদুল আওয়াল, উপপরিচালক (প্রশাসন) শেখ মুহাম্মদ হুমায়ুন কবীর, উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. মাসুদুর রহমান, ডা. অনুপ কুমার বিশ্বাস ও সহকারী পরিচালক (প্রশাসন) সৈয়দ নজরুল ইসলাম। দুদকের ওই অফিস আদেশে ভিজিলেন্স টিমের কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি