ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

দু’দিন আগে গ্রেফতার যুবদল নেতা ‘বন্দুকযুদ্ধে’ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৪, ২৪ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

নোয়াখালীর বেগমগঞ্জে গ্রেফতার হওয়া যুবদলের এক নেতা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার আমনুল্লাপুর ইউনিয়নের কৃষ্ণরামপুর এলাকায় এই ‘বন্দুকযুদ্ধ’ হয়।


নিহত যুবকের নাম মো. আলম (৩২)। বাবার নাম আবুল কাসেম। বাড়ি আমনুল্লাপুরের পার্শ্ববর্তী আলাইয়াপুর ইউনিয়নের ভীপপুর গ্রামে। তিনি আলাইয়াপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ও ওয়ার্ড যুবদল সভাপতি পদে ছিলেন। পুলিশের ভাষ্য, আলম বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অন্তত ১০ টি মামলা আছে। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পিস্তল ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।


তার পরিচয় নিশ্চিত করে আলাইয়াপুর বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন মানিক বলেন, পুলিশ পরিচয়ে দুদিন আগে তাঁকে উঠিয়ে নেওয়া হয়েছিল।

বেগমগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান গণমাধ্যমকে বলেন, আলমের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন আইনে অন্তত ১০টি মামলা আছে। মঙ্গলবার ভোরে তাঁকে তাঁর গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাঁকে নিয়ে বুধবার রাতে অভিযানে যায় পুলিশ। আগে থেকে ওত পেতে থাকা আলমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দু’পক্ষের বন্দুকযুদ্ধের মধ্যে সহযোগীদের গুলিতে আলম ঘটনাস্থলেই নিহত হন।


পুলিশ পরিচয়ে আলমকে উঠিয়ে নেওয়া হয়েছিল বলে তাঁর পরিবার সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিল। তারা থানায়ও যোগাযোগ করেছিল। তখন অভিযোগ অস্বীকার করে পুলিশ।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি