ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪

দুর্গত মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়েছে দরিদ্র পরিবারের শিশুরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ৩০ এপ্রিল ২০১৭ | আপডেট: ১২:০৮, ৩০ এপ্রিল ২০১৭

হাওরে দুর্গত মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সিরাজগঞ্জের এনায়েতপুরের খুকনী গ্রামের দরিদ্র পরিবারের শিশুরা। স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে তারা কাছে জানতে পারে সুনামগঞ্জের হাওরে অকাল বন্যায় ফসলহানির কথা। এরপর ১৫ জন দরিদ্র স্কুল পড়–য়া তাদের দুই দিনের টিফিনের জমানো ৩শ’ ৪০ টাকা তুলে দেয় সংবাদকর্মীর হাতে। দুর্গত মানুষের জন্য এ’সব শিশুর উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
সমাজে ক্রমেই অসহিষ্ণুতার বিস্তার ঘটলেও, মানবিকতা বোধ এখনো উবে যায়নি মানুষের হৃদয় থেকে।
সেকথাই প্রমাণ করেছে সিরাজগঞ্জে তাঁত শ্রমিক, নাপিত ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৪র্থ থেকে ৮ম শ্রেণীতে পড়–য়া ১৫ শিশু।
গণমাধ্যম ও স্থানীয় চিত্রশিল্পী মোশাররফ খানের কাছে সুনামগঞ্জের হাওরে হঠাৎ বন্যায় ফসলহানির কথা জানতে পারে তারা। ক্ষতিগ্রস্ত হাওরবাসীর সহায়তার জন্য ১০ থেকে ৫০ টাকা করে দিয়ে ৩৪০ টাকার তহবিল জোগাড় করে এ’সব শিশু। পরে স্থানীয় এক গণমাধ্যম কর্মীর হাতে সেই টাকা তুলে দেয় হাওরে দুর্গতদের সহায়তার জন্য।
মানবতাবাদী এ’সব শিশু বড় হয়েও ভূমিকা রাখতে চায় সমাজের কল্যাণে।
শিশুদের এমন উদ্যোগে অভিভূত অভিভাবকরাও।
এ’ ঘটনায় উচ্ছ্বসিত তাদের শিক্ষক এবং এলাকার সচেতন মানুষ।
শিশুদের এমন নজির মানবিকতা বোধ বিকাশে হোক নতুন প্রেরণা।

 

 




 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি