ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

দুর্ঘটনার তিন ৩ পরও লাইটারেজ জাহাজটি উদ্ধার হয়নি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ৭ জুন ২০১৭ | আপডেট: ১৯:৩৮, ৭ জুন ২০১৭

Ekushey Television Ltd.

দুর্ঘটনার তিন দিন পরও মংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় সিমেন্টের কাঁচামাল নিয়ে ডুবে যাওয়া লাইটারেজ জাহাজটি উদ্ধার হয়নি।
নাবিকরা বলছেন, পানির মধ্যে নিমজ্জিত জাহাজটি দ্রুত উদ্ধার করা না গেলে পলিতে তলিয়ে যেতে পারে লাইটারটি। ফলে দুর্ঘটনার কবলে পড়বে আরো অনেক নৌযান। এদিকে জাহাজটি উদ্ধারে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে বন্দর কর্তৃপক্ষ বলেছে, এসময়ের মধ্যে উদ্ধার করতে না পরলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সোমবার ভোরে ৮৭০ টন সিমেন্টের কাঁচামাল-স্লাগ নিয়ে এমভি শোভা নামে লাইটারেজ জাহাজটি ডুবে যায়।
কমান্ডার এম অলিউল্লাহ, হারবার মাস্টার, মংলা বন্দর কর্তৃপক্ষ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি