দুর্ঘটনার ১ পরও উদ্ধার হয়নি মংলা বন্দরের ডুবে যাওয়া জাহাজটি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১৯:৪৯, ৬ জুন ২০১৭

দুর্ঘটনার একদিন পরও মংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় সিমেন্টের কাঁচামাল নিয়ে ডুবে যাওয়া লাইটারেজ জাহাজটি এখনো উদ্ধার হয়নি।
আগামীকাল থেকে এটির উদ্ধার কাজ শুরু হবে বলে জানিয়েছেন, মাস্টার নজরুল ইসলাম। জাহাজের ৯ নাবিক নিরাপদে রয়েছেন বলেও জানান তিনি। সোমবার ভোরে ৮৭০ টন সিমেন্টের কাঁচামাল-স্লাগ নিয়ে এমভি শোভা নামে লাইটারেজ জাহাজটি ডুবে যায়। জাহাজটি উদ্ধারে মালিকপক্ষকে লিখিতভাবে নির্দেশ দেয়া হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।
আরও পড়ুন