ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুর্নীতি মামলায় আদালত পরিবর্তনের আবেদন খালেদা জিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ৬ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:২৬, ৮ আগস্ট ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত পরিবর্তনের আবেদন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার হাইকোর্টে এ সংক্রান্ত একটি আবেদন করেছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দীন খোকন।
বর্তমানে মামলাটি ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে বিচারাধীন।
ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন আদালত পরিবর্তনের আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি নজরুল ইসলামের দ্বৈত বেঞ্চে সোমবার এ সংক্রান্ত আবেদনের শুনানির দিন ধার্যন রয়েছে।
প্রসঙ্গত, চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে লন্ডনে রয়েছেন। সেখানে ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন তিনি।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি