ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

দুর্নীতি মামলায় হাজী সেলিমকে জামিন দেয়নি আপিল বিভাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ১ আগস্ট ২০২২

জামিন আবেদন করলে, সোমবার (১ আগস্ট) বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ লিভ টু আপিল শুনানির জন্য ২৩ অক্টোবর দিন ঠিক করে।

শুনানিতে হাজী সেলিমের শারীরিক অসুস্থতার কথা বলে জামিন চান তার আইনজীবী। এসময় দুদক আইনজীবী বলেন, উনি অসুস্থ হলে, সেটি কারা কর্তৃপক্ষ জানানোর কথা।

গত ২৫ এপ্রিল হাজী সেলিমের হাইকোর্টের সাজার রায়ের কপি নিম্ন আদালতে পাঠানো হয়। হাইকোর্টের রায় অনুযায়ী, বিচারিক আদালতে  হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পৌঁছালে সেদিন থেকে ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে আত্মসমর্পণ করার কথা বলা হয়। ২২ মে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে, জামিন  চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় হাজী সেলিমকে।

এর আগে ২০২১ সালের  ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ডাদেশ বহাল রাখে হাইকোর্ট। তবে তিন বছরের দণ্ড থেকে খালাস পান তিনি।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি