ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হতাশ আনোয়ারার জেলেরা

আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫২, ১৪ সেপ্টেম্বর ২০২২

আনোয়ারা উপজেলার গহিরা উঠান মাঝির ঘাট এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে সাগরে মাছ শিকার শেষে উপকূলে ফিরছে একের পর এক মাছ ধরার ট্রলার। কিন্তু মেলেনি কাঙ্ক্ষিত ইলিশ। সব মিলিয়ে চলমান বৈরী আবহাওয়ায় নাকাল জেলেরা।

জেলেরা জানাচ্ছেন, যে মাছ পাওয়া গেছে তেলের দাম বৃদ্ধি থাকায় তা বিক্রি করে তাদের খরচ উঠবে না। আর উপজেলা মৎস্য অধিদপ্তর বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে মাছের সংখ্যা কম। তবে সামনে মাছ বাড়বে।

জানা গেছে, গেল তিন সপ্তাহ সাগরে যেতে পারেননি জেলেরা। বৈরী আবহাওয়া কাটিয়ে সপ্তাহখানেক আগে সাগরে গেলেও আবারও বৈরী আবহাওয়া দেখে ফিরে আসতে হয়েছে তাদের।

ফিরে আসা জেলেরা বলছেন, “এখন আর আগের মতো সাগরে জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলে না। তার উপর প্রতিনিয়ত বৈরী আবহাওয়া তো আছেই। তাই কোনো জেলের মুখেই নেই হাসি।”

এ প্রসঙ্গে উঠান মাঝি ঘাট এলাকার জেলে মো. আশেক বলেন, “জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে খরচ বেড়ে গেছে। আর এর আগে যে পরিমাণ মাছ পেতাম এখন সেই পরিমাণ পাওয়া যাচ্ছে না।”

এদিকে বর্তমানে মাছ ধরতে যে খরচ হচ্ছে মাছ বিক্রি করেও তা তোলা সম্ভব হচ্ছে না। বৈরী আবহাওয়ার কারণে জেলেরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার যদি মাছ ধরার সময়টা একটু বাড়িয়ে দেয় তাহলে জেলেদের জন্য ভালো হয় বলে জানাচ্ছে জেলেরা।

উঠান মাঝি ঘাট এলাকার জেলে সমবায়ের সভাপতি মো. নাছির বলেন, “গভীর সমুদ্রে মাছের সংখ্যা খুবই কম। তার উপর সাগরে লঘুচাপ লেগেই আছে। এতে সাগরে জাল ফেলতে পারি না। তার আগেই উপকূলে উঠে আসতে হয়। এই আসা-যাওয়ায় আমরা লোকসানে আছি।

আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক জানান, গভীর সমুদ্রে মাছ আছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে নদ-নদীতে মাছের সংখ্যা কমছে। সাগর একটু শান্ত হলে জালে মাছ পড়তে শুরু করবে।

আরএমএ
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি