ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

দুস্থদের মাঝে মশারি বিতরণ করল সম্প্রীতি বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪১, ৬ আগস্ট ২০২৩ | আপডেট: ২১:৩১, ৬ আগস্ট ২০২৩

ডেঙ্গু বিষয়ে সচেতনতা তৈরির জন্য সম্প্রীতি বাংলাদেশ শহীদ মনসুর আলী মেডিকেল ইউনিট এর পক্ষ থেকে জনগণের মাঝে মশারি বিতরণ করা হয়েছে।

আজ রোববার ৬ আগস্ট বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে সম্প্রীতি বাংলাদেশ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ইউনিট এর পক্ষ থেকে ডেঙ্গু বিষয়ে সচেতনা তৈরির লক্ষে জনগনের মাঝে মশারি বিতরণ করা হয়।

অনুষ্ঠান এর উদ্বোধন করেন সম্প্রীতি বাংলাদেশ এর কেন্দ্রীয় আহবায়ক কমিটির আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

অনুষ্ঠানে একুশে টেলিভিশন এর চিফ নিউজ এডিটর অখিল পোদ্দার, সম্প্রীতি বাংলাদেশ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ইউনিট এর আহবায়ক ডা. মামুনুর রশীদ, কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সাইফ আহম্মেদ, ডা. রাশেদুল হাসান সুজন, ডা. মোঃ মাসুদ আলম, আবু তালেব, আবির আহমেদ রিদওয়ান, রিফাত হাসান, নাহিয়ান লাবিব প্রমূখ উপস্থিত ছিলেন। 

মশারি বিতরণ অনুষ্ঠানে সবাইকে দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার ও এডিস মশার বিস্তার রোধে করনীয় সম্পর্কেও সচেতনতার তথ্য প্রদান করা হয়।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি