ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

দু্লাভাইয়ের বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ২৫ জুন ২০১৮ | আপডেট: ১৪:১৮, ২৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার দিবাগত রাতে সদর থানায় মামলা দায়ের করেছে তার মা।

মামলা সুত্রে জানা গেছে, কয়েক দিন আগে ধর্ষিতার দুলাভাই পারভেজ প্রতিবেশী হজরত আলীর সহায়তায় তাকে ধর্ষণ করে। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। 

ধর্ষিতার পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, নির্যাতিতা কিশোরী বর্তমানে অন্তঃসত্ত্বা। তবে অভিযুক্তকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান পুলিশ। সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান মিয়া এ সব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী ওই কিশোরী। সে কারও সাহায্য ছাড়া চলাফেরা করতে পারে না। তার বড় বোন স্বামী ও সন্তান নিয়ে বাবার বাড়িতেই থাকেন। মেয়েটির মা ও বাড়ির অন্য নারীরা পাশের একটি কারখানায় কাজ করেন। এই সুযোগে দুলাভাই পারভেজ ও প্রতিবেশী হজরত আলী অনেক দিন ধরে মেয়েটিকে ধর্ষণ করছিলেন। সম্প্রতি মেয়েটির নানা শারীরিক জটিলতা দেখা দিলেও চিকিৎসকের কাছে নেওয়ার জানা যায়, মেয়েটি ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

টিআর/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি