ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

দূর্নীতির কারনে ২ থেকে ৩ শতাংশ প্রবৃদ্ধি বাঁধাগ্রস্থ হচ্ছে

প্রকাশিত : ১৬:২৯, ২৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:২৯, ২৯ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

দূর্নীতির কারনে ২ থেকে ৩ শতাংশ প্রবৃদ্ধি বাঁধাগ্রস্থ হচ্ছে। শুধু ক্ষমতার অপব্যবহারই নয় নীতির বাইরে যেসব কাজ হচ্ছে তাই দূর্নীতি। এমন মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রবিবার রাজধানীর নর্থ সাউথ ইউনির্ভাসিটিতে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের জেলখানার প্রায় ৩০ শতাংশ আসামী মাদক মামলায় অভিযুক্ত। প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন দুর্নীতি করলে এর প্রভাব নিজের উপরই পড়বে। দূর্নীতির ও মাদকের বিরুদ্ধে তরুদের এগিয়ে আসতে হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি