দৃষ্টি প্রতিবন্ধি মামুন অনুপ্রেরণার উৎস
প্রকাশিত : ১১:১৮, ২৬ মে ২০১৭ | আপডেট: ১১:৪৩, ২৬ মে ২০১৭

মেহেরেপুরের দৃষ্টি প্রতিবন্ধি ওমর ফারুক মামুন। গ্লোকমায় দৃষ্টিশক্তি হারান তিনি। কিন্তু মামুন হার মানেননি। বরং অদম্য মনবল আর ইচ্ছা শক্তির কাছে হার মেনেছে শারীরিক সীমাবন্ধতা। শিখেছেন কম্পিউটার প্রযুক্তি। গড়ে তুলেছেন প্রশিক্ষণ কেন্দ্র। এখন অন্যদেরও শেখাচ্ছেন। খন্ডকালীন প্রশিক্ষক হিসেবে কাজ করছেন স্থানীয় সমাজসেবা অফিসে। ওমর ফারুক মামুনের এই যুদ্ধ এখন অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস।
একঝাঁক তরুণ শিক্ষার্থীদের যিনি সেখাচ্ছেন আধুনিক যোগাযোগ তথ্য-প্রযুক্তি। বোঝার উপায় নেই, তিনি দৃষ্টিশক্তিহীন। তিনি মেহেরপুরের ওমর ফারুক মামুন। অদম্য ইচ্ছে আর মেধায় শিখেছেন প্রযুক্তির খুঁটিনাটি, এখন শেখাচ্ছেন অন্যদের।
মামুন যখন পঞ্চম শ্রেণীর ছাত্র। তখন থেকেই দৃু’চোখে সমস্যা দেখা দেয় তার। এসএসসি পরীক্ষার পর ধরা পড়ে রোগটা গ্লোকমা। টাকার অভাবে হয়নি প্রযোজনীয় চিকিৎসা। ২০০৬ সাল। ক’দিন পরেই বিএসসি পরীক্ষা। চোখের আলো নিভে গেল মামুনের। তবে থেমে যাননি তিনি। বিশেষ সফটওয়্যার ও অ্যাপসের মাধ্যমে অডিও নিদের্শনা শুনে শিখে নেন তথ্যপ্রযুক্তির নানা বিষয়। এরপর গড়ে তোলেন প্রশিক্ষণ কেন্দ্র।
২০১৬ সালে মালয়েশিয়ায় কম্পিউটার প্রশিক্ষণের উপর ১৫ দিনের আন্তর্জাতিক সেমিনারে অংশ নেন মামুন। তাকে নিয়ে গর্বিত পরিবারের সদস্যরা।
দৃষ্টিশক্তি হারানোর খেদ অনেক আগেই ভুলেছেন মামুন। প্রতিবন্ধিতাকে জয় করে তার মতো অন্যরাও নিজ উদ্যোমে এগিয়ে যাক, এই তার চাওয়া।
মেহেরপুর সমাজসেবা অফিসেও খন্ডকালীন কম্পিউটার প্রশিক্ষণ দেন মামুন। তাকে আরো সামনে এগিয়ে নিতে চান সেখানকার কর্মকতারা।
স্থানীয় তরুনদের কাছে মামুন এখন অনুপ্রেরণা, মেধা আর অটুট সংকল্পে বিজয়ী বীর।
আরও পড়ুন