ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

দেখা দিলো সৃজিতের ‘রাজা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ৩১ আগস্ট ২০১৮ | আপডেট: ১৬:০৩, ৩১ আগস্ট ২০১৮

কথা দিয়ে কথা রাখলেন সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই তিনি জানিয়েছিলেন রাজা আসছেন। আর সেইমতেই শুক্রবার সকালে দেখা দিয়েছে সৃজিতের রাজা। তার আপকামিং সিনেমা ‘এক যে ছিল রাজা’র পোস্টার প্রকাশ পেয়েছে।
পোস্টারের সঙ্গে পরিচালক টুইট করে লিখেছেন- ‘The King is dead. Long live the King. October 12th. #EkJeChhiloRaja’

আগামী ১২ অক্টোবর পূজায় মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমা। পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে সেই প্রস্তুতি। ইতিমধ্যেই পোস্টারের ফিডব্যাক দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

তিনি লিখেছেন- ‘Awesome poster and the king is back..I am proud of you’

ভাওয়াল সন্ন্যাসীর সম্পর্কে অনেকেরই জানা রয়েছে। তবে অজানাও রয়েছে অনেক কিছু। বেশ কয়েকটি বইতে এ বিষয় লেখা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের বই ‘প্রিন্সলি ইম্পস্টার : দ্য স্ট্রেন্জ অ্যান্ড ইউনিভার্সাল হিস্ট্রি অফ কুমার অফ ভাওয়াল’, মুরাদ ফৈজির বই ‘এ প্রিন্স’, ‘পয়জন এন্ড টু ফিউনারাল’ এই বইতেই এ সম্পর্কে বেশ কিছু তথ্য রয়েছে। সিনেমার পর্দায় সেই কাহিনি কখনও উঠে আসেনি৷ সেটাই করলেন সৃজিত মুখোপাধ্যায়।

সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি