ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

দেশজুড়ে কোরবানীর পশু জমজমাট বেচাকেনা(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৪, ১৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

দেশজুড়ে কোরবানীর পশু জমজমাট বেচাকেনা এখন হাটগুলোতে। এবার গরুর সরবারহও প্রচুর। বিক্রেতারা বলছেন, হাটে বেশি পশু আসায় প্রত্যাশা অনুযায়ী দাম মিলছে না। আর ক্রেতাদের অভিযোগ, গতবারের তুলনায় দাম বেশিই হাঁকা হচ্ছে।

ঈদ কোরবানীর জন্য পশু কিনতে সময় হাতে আছে আরে মাত্র কয়েকদিন। জমজমাট হয়ে উঠেছে পশুর হাটগুলো।

রাজশাহীতে পশুর সবচেয়ে বড় হাট ‘সিটি হাট’। হাটে দেশি গরু ও মহিষের ব্যাপক সরবরাহ।

পর্যাপ্ত সরবরাহের কারনে কাঙ্খিত দাম মিলছে না বলে জানান বিক্রেতারা।

তবে ক্রেতারা বলছেন ভিন্ন কথা। তাদের অভিযোগ, বিভিন্ন আকারের গরু গতবারের চেয়ে ৫ থেকে ২০ হাজার টাকা বেশি চাইছেন বিক্রেতারা।

নাটোরের তেবারিয়াসহ বিভিন্ন হাটে দেশী গরুর এসেছে বেশি। ভারতীয় গরুর কারনে দামে প্রভাব পড়েছে বলে জানালেন বিক্রেতারা। লোকসানের এড়াতে ভারতীয় গরু আসা বন্ধের দাবী তাদের।

হাটে ক্রেতাদের জন্য রয়েছে পশুর স্বাস্থ্য পরীক্ষা করে নেয়ার ব্যবস্থাও।

নড়াইলে কোরবানির হাটগুলোতে ছোট ও মাঝারি আকারের গরু বিক্রি হচ্ছে ৪০ হাজার থেকে ৭০ হাজার টাকায়। বড় গরু ৮০ হাজার থেকে এক লাখ টাকার উপরে বিক্রি হচ্ছে।

গত বছরের তুলনায় এবার ছাগলের দাম কম বলে জানালেন বিক্রেতারা।

নড়াইলের ছোট-বড় ১৬টি হাট চলছে কোরবানীর পশু কেনাবেচা। হাটে জাল টাকা রোধে পুলিশের নজরদারি রয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি